সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০১৫

বাংলাদেশ থেকে হিন্দুদের ভারত গমন : স্বরূপ সন্ধান : যৌক্তিকতা আর বৈশ্বিক প্রেক্ষাপটে Part - ৩ [ বাংলাদেশ ভারত রিলেটেড প্রবন্ধ # ৯ ]



২ নম্বর পোস্টে প্রদত্ত পরিসংখ্যানে দেখা যাচ্ছে, কেবল বাংলাদেশি বাঙালিরা ভারতে অভিবাসী হতে চাইছে বা হচ্ছে তা নয়, বিপুল সংখ্যক ভারতীয় বৈধ বা অবৈধ উপায়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে অভিবাসী হচ্ছে বা হয়েছে। 
:
ইউনাটেড নেশনস হাইকমিশনার ফর রিফিউজি (ইউএনএইচআর)-এর দেয়া একটি পরিসংখ্যান বলছে, ২০১৪ সালে বাংলাদেশ ও মিয়ানমারের ৫৩,০০০ মানুষ সমুদ্রপথে মালয়েশিয়া ও থাইল্যান্ড গমন করেছে। এর মধ্যে শুধুমাত্র গত অক্টোবর থেকেই গেছে ২১০০০ হাজার রোহিঙ্গা এবং বাংলাদেশী। অবৈধ এ গমনের হার গত বছরের তুলনায় একই সময়ে ৩৭ ভাগ বৃদ্ধি পেয়েছে। যার ১০ ভাগ নারী। ২০১২ সালে এ পথটি চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ ঐ পথে অবৈধ দেশান্তরি হয়েছে।
:
এবার বাংলাদেশ থেকে হিন্দু দেশান্তর প্রসঙ্গ। একটু পেছনে তাকালে দেখবো ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রায় ১৫ লক্ষ হিন্দু ধর্মাবলম্বী পার্শ্ববর্তী দেশ ভারতে পাড়ি জমিয়েছে বলে পত্রিকার খবর প্রকাশ। যাদের অধিকাংশই মৌলবাদী গোষ্ঠির ভয়ঙ্কর সাম্প্রদায়িক ও লোভী দৃষ্টির কারণে ভিটে-মাটি ফেলে পালিয়ে গেছে বলে অনেক মনে করেন। অভিযোগ আছে অনেক ধনী হিন্দুকে নামমাত্র অর্থ দিয়ে জোর করে সম্পদ কেড়ে নিয়ে ভারতে পাঠিয়ে দিয়েছে প্রভাবশালীরা। ঐ হিন্দুর দোষ একটাই হিন্দু হয়েও কেন মুসলমান দেশে ধনী হয়ে গেল! এ কথার মাঝে ক্ষেত্র বিশেষে সত্যতা থাকলে ভারতে গমনকারী সব হিন্দুর ক্ষেত্রে কথাটা আদৌ সত্য কী?


ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী, ভারতে ৩০ লাখ অবৈধ বাংলাদেশি রয়েছে। ২০১২ সালে দেশিটির সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত এক দশকে বাংলাদেশ থেকে ১৪ লাখ মানুষ অবৈধ অভিবাসী হিসেবে আশ্রয় নিয়েছে। ২০০৭ সালে ভারতের কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে ২ লাখ অবৈধ অভিবাসী রয়েছে। [সূত্র : ২৪ ডিসেম্বর ২০১৪/এমটিনিউজ২৪/এফএম] এ সূত্রেও ঠিক ঠাহর করা যাচছে না আসলে কতজন বাংলাদেশি বাঙালি ভারতে দেশান্তরি হয়েছে।
:
২০০১ সালের সাধারণ নির্বাচনের আগে এবং পরে বাংলাদেশের হিন্দুদের ওপর জামায়াত-বিএনপির সন্ত্রাসীরা যে নির্যাতন, ধর্ষণ, বাড়িঘর অগ্নিসংযোগ লুটপাট, মন্দির, মূর্তি ধ্বংস করেছিল, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কিন্তু তা হয়নি। তারপরো ২০০৬ সালের এক জরিপে জানা গেছে ৬৭.৩% জমি বিএনপি দখল করে এবং ১৩.৯ শতাংশ দখলে আছে আওয়ামী লীগের, ৯% দখলে আছে জামায়াতে ইসলামী, ৭% দখল করে জাতীয় পার্টি, ২.৮ শতাংশ জমি ও ঘরবাড়ি অন্যান্য ধর্মভিত্তিক লোকজনের দখলে আছে। (দৈনিক জনকণ্ঠ ১৭ নভেম্বর/১২ পৃ: ৭)। আরেক সূত্রে প্রকাশ রাজনৈতিক, সামাজিক এবং আর্থিক বৈশম্যের কারণে ১৯৭২-২০০৬ সাল পর্যন্ত প্রতিদিন গড়ে ৬০০ জন হিন্দু এদেশ ত্যাগ করতে বাধ্য হচ্ছে (দৈনিক জনকণ্ঠ ২২ এপ্রিল/১২ পৃ:-৭)।



লেখাটি ফেসবুকে দেখতে চাইলে নিচের লিংকে যান প্লিজ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন