রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫

বাংলাদেশ কি সত্যি ভারতের পণ্যের বাজার? চলুন প্রকৃৃত সত্যিটা জানি ! # ভারত বাংলাদেশ বিষয়ক প্রবন্ধ # ১




কথায় কথায় বাংলাদেশের অধিকাংশ ভারতবিদ্বেষী মানুষ (এরা কি পাকিস্তানপন্থী নাকি বাংলাদেশ বিরোধী?) সর্বত্র বলে থাকেন যে, ভারত তার পণ্যের বাজার বাংলাদেশকে বানিয়ে এদেেশকে শেষ করে দিচ্ছে। তাই ভারত হচ্ছে বাংলাদেশের অন্যতম শত্রু দেশ। ভারত কখনো বন্ধু নয়। কথাটা সত্যি কতটুকু সচেতন বাঙলাদেশি পাঠকদের তা অনুধাবনের জন্যে এখানে উইকি থেকে সর্বশেষ কিছু তথ্য দেয়া হলো যা নিম্বরূপ : 
:
১। বাংলাদেশের বর্তমান বাণিজ্যের Largest partner of Bangladesh হচ্ছে European Union ও China, ভারত নয়। 
:
২। ২০১২-১৩ এ ২০১১-১২ অর্থ বছরে বাংলাদেশ চীন থেকে আমদানী করে ৬৪৫৫ মিলিয়ন ডলারের পণ্য, আর ভারত থেকে করে ৪৭৫৫ মি. ডলারের পণ্য।
:
৩। ২০১২-১৩ অর্থ বছরে ভারতের প্রধান ২০টি রপ্তানীকারক দেশ, রপ্তানীর পরিমাণ, শতাংশের হার ছিল নিম্নরূপ :
:
1] USA United States $33,811,429,974.77 : মোট রপ্তানীর শতকরা হার 12%

2 ] UAE United Arab Emirates $31,911,339,483.00 : মোট রপ্তানীর শতকরা হার 12%

3 ] CHN China $16,059,722,923.95 : মোট রপ্তানীর শতকরা হার 5.8%

4 ] SGP Singapore $12,343,587,100.73 : মোট রপ্তানীর শতকরা হার 4.5%

5 ] GBR United Kingdom $9,168,849,655.03 : মোট রপ্তানীর শতকরা হার 3.3%

6 ] DEU Germany $8,884,659,486.73 : মোট রপ্তানীর শতকরা হার 3.2%

7 ] SAU Saudi Arabia $8,522,569,306.00 : মোট রপ্তানীর শতকরা হার 3.1%

8 ] KOR South Korea $6,563,275,534.04 : মোট রপ্তানীর শতকরা হার 2.4%

9 ] JPN Japan $6,378,462,854.88 : মোট রপ্তানীর শতকরা হার 2.3%

10] 0 NLD Netherlands $6,147,979,291.25 : মোট রপ্তানীর শতকরা হার 2.2%

11] FRA France $5,900,031,674.92 : মোট রপ্তানীর শতকরা হার 2.1%

12 ] TUR Turkey $5,522,869,945.18 : মোট রপ্তানীর শতকরা হার 2.0%

13 ] BRA Brazil $5,078,407,501.50 : মোট রপ্তানীর শতকরা হার 1.8%

14 ] BGD Bangladesh $4,879,081,278.00 : মোট রপ্তানীর শতকরা হার 1.8%

15 ] ZAF South Africa $4,820,661,766.22 : মোট রপ্তানীর শতকরা হার 1.8%

16 ] ITA Italy $4,807,429,668.10 : মোট রপ্তানীর শতকরা হার 1.7%

17I] IDN Indonesia $4,477,608,603.89 : মোট রপ্তানীর শতকরা হার 1.6%

18 ] MYS Malaysia $3,765,589,334.86 : মোট রপ্তানীর শতকরা হার 1.4%

19 ] KEN Kenya $3,752,292,576.00 : মোট রপ্তানীর শতকরা হার 1.4%

20 ] BLX Belgium-Luxembourg $3,621,775,332.48 : মোট রপ্তানীর শতকরা হার 1.3%


এখানে দেখা যায়, বাংলাদেশ হচ্ছে ২০টি দেশের মধ্যে ভারতীয় পণ্যের ১৪ নম্বর বাজার। মানে রপ্তানীর ১.৮% বাংলাদেশে রপ্তানী করে ভারত। বাংলাদেশের চেয়ে দ্বিগুণের বেশি পণ্য ভারত থেকে আমদানী করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত নামক মুসলিম দেশ।

এর আগের বছর ভারতের প্রধান রপ্তানীকারণ দেশের তালিকা ও পরিমাণ ছিল যথাক্রমে :

1]   United Arab Emirates $36,265.15

2]   China $13,503.00

3]   United States $36,152.30

4]   Saudi Arabia $9783.81

5]   Switzerland $1,116.98

6]   Singapore $13,608.65

7]   Germany $7,244.63

8]   Hong Kong $12,278.31

9]   Indonesia $5,331.47

10] Iraq $1,278.13

11] Japan $6,099.06

12] Belgium $5,506.63

13] Kuwait $1,060.80

14] Iran $3,351.07

15] South Korea $4,201.49


১৫ টি দেশের এ তালিকায় বাংলাদেশের নাম নেই, বরং ঐ বছর ভারত সবচেয়ে বেশি পণ্য রপ্তানী করে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবে, ইন্দোনেশিয়া, ইরাক, কুয়েত ও ইরানে। সব সময়ই বাংলাদেশের চেয়ে বেশি পণ্য ভারত থেকে আমদানী করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। তো সেখানের মানুষরাও কি এসব বাঙলাদেশির মত ভারত বিদ্বেষী?

আশা করি মিথ্যে প্রপাগান্ডা করে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ করবেন না, যাতে ভারতের সাথে আমাদের ৫৪টি অভিন্ন নদীর পানিবন্টন বন্ধুসুলভ পদ্ধতিতে সম্পন্ন করা যায়।



লেখাটি ফেসবুকে দেখতে চাইলে নিচের লিংকে যান প্লিজ











1 টি মন্তব্য: