সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০১৫

বাংলাদেশ থেকে হিন্দুদের ভারত গমন : স্বরূপ সন্ধান : যৌক্তিকতা আর বৈশ্বিক প্রেক্ষাপটে Part - ২ [ বাংলাদেশ ভারত রিলেটেড প্রবন্ধ # ৮ ]



মধ্যযুগে ইউরোপিয়রা পুরো ডাকাত আর সন্ত্রাসি স্টাইলে নানা দেশ দখল করে। মধ্যপ্রাচ্যের মুসলিম শাসকরাও এটা করেছিল ইতিহাস তার সাক্ষি। পুরো আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এমনকি ফকল্যান্ড, হংকং, ম্যাকাও এর ভাল উদাহরণ। দক্ষিণ আমেরিকার মায়ান সভ্যতা ধ্বংস করেছিল স্পানিসরা। ঘরকুনো বাঙালি এ সময় ঝড়-বন্যার মাঝেও তার দেশেই কাল কাটায় আর মানুষ উৎপাদন করতে থাকে। যার প্রেক্ষিতে এখানের জনসংখ্যার ঘনত্ব পৃথিবীর অনেক দেশের তুলনায় বেড়ে যায়। ডাকাত দেশগুলো ডাকাতি করে দখলকৃত দেশের সম্পদ তাদের দেশে পাচার করে শিল্প বিপ্লব ঘটায় ১৮/১৯ শতকে। কেবল মুসলিম দখলকারগণ নারী-বাড়িতে আসক্ত হওয়াতে দখলকারি করেও তারা শিল্পায়নে পিছিয়ে পরে। এর প্রেক্ষিতে মধ্যযুগের সন্ত্রাসী আর ডাকাত ইউরোপীয় ও তাদের বংশধরেরা "উন্নত" দেশে পরিণত হয়। বাংলাদেশ - ভারত নামক ভুখন্ড এসব নানাবিধ শোষণে তথাকথিত গরিব দেশের অভিধা পায়। এর প্রেক্ষিতে ব্যাপক হারে মানুষ পরিজায়ী পাখির মত এদেশে ওদেশে অভিবাসী হতে শুরু করে। যা এখনো পুরো মাত্রায় চলমান। আথর্নীতিক, রাজনৈতিক তথা বৈশ্বিক নানা প্রেক্ষাপটে প্রত্যহ মানুষ বৈধ আর অবৈধ পথে পরবাসী হচ্ছে বাঁচার তাগিদে। মেক্সিকোর মানুষ যুক্তরাষ্ট্রে গিয়ে ধন্য হতে চায় যেমন, তেমনি বার্মার মানুষ থাইল্যান্ড-মালয়শিয়ায়, আবার বাংলাদেশের মানুষ (বিশেষত হিন্দু) অস্ট্রেলিয়া, আমেরিকা না যেতে পারলে, অন্তত ভারতে বসতি গড়াকে মন্দের ভাল মনে করে। বৈশ্বিক এ চিত্রায়ন শুধু বাংলাদেশের ক্ষেত্রেই নয়, ভারতের ক্ষেত্রেও পুরো দৃশ্যমান। বহু ভারতীয় মানুষ ব্যাপকভাবে অভিবাসী হয়েছে এবং হচ্ছে যার চিত্র নিম্নরূপ। (ইতোপূর্ব আমার এক লেখায় দেখিয়েছি, ৭ম শতকে আরব মুসলিম কর্তৃক পারস্য আক্রান্ত হলে, পারস্যের জরথ্রুস্টরা কিভাবে তাদের ধর্ম বাঁচাতে ভারতের বোম্বেতে পালিয়ে আসে। যে কারণে ভারতেই এখন জরথ্রুস্টরা (পার্সি) সবচেয়ে বেশি ও নিজ ধর্ম নিয়ে টিকে আছে)। আজকের ২০১৫ সনে ভারতীয় মানুষের অভিবাসী হওয়ার চিত্রটি উইকির তথ্যমতে নিম্নরূপ :
:
আফ্রিকাতে মোট ভারতীয় অভিবাসীর সংখ্যা ২৮,০০,০০০, যার পরিসংখ্যান নিম্নরূপ :
[তথ্য ছকে দেখানো হচ্ছে দেশের নাম, ভারতীয়ের সংখ্যা এবং মোট জনসংখ্যার শতকরা হার)
:
South Africa Indian South Africans 1,300,000 2.70%
Mauritius Indo-Mauritian 855,000 68.30%
Réunion (France) Indian origin (Malbars) 220,000 28%
Kenya Indians in Kenya 100,000 0.30%
Tanzania Indians in Tanzania 90,000 0.20%
Uganda Indians in Uganda 90,000 0.30%
Madagascar Indians in Madagascar 28,000 0.15%
Nigeria 25,000 0.02%
Mozambique Indians in Mozambique 21,000 0.10%
Libya 20,000 0.34%
Zimbabwe Indians in Zimbabwe 16,000 0.10%
Botswana Indians in Botswana 9,000 0.50%
Zambia Indians in Zambia 6,000 0.05%
Congo DR 6,000 0.04%
Seychelles Indo-Seychellois 5,000 6.20%
Ghana Ghanaian Indian 3,800 0.02%
Eritrea 1,753 0.04%
Côte d'Ivoire 300 0.00%
Namibia 110 0.01%

এশিয়ায় মোট ভারতীয় অভিবাসীর সংখ্যা 10,840,000 যার পরিসংখ্যান নিম্নরূপ :

Nepal Indian ancestry 4,000,000 14.70%
Burma Burmese Indians 2,900,000 4.20%
Malaysia Malaysian Indian (Chitty • Tamils) 2,400,000 8.70%
Sri Lanka Sri Lanka (Tamils) 850,000 4.40%
Singapore Indians in Singapore 351,700 9.1%
Indonesia Indian Indonesians (Mardijker • Tamils) 120,000 0.05%
China Indians in China Mainland China: 125,000 0.00%
Hong Kong: 20,444 0.30%
Thailand Indians in Thailand 65,000 0.10%
Philippines Indian in the Philippines 150,000 0.04%
Japan Indians in Japan 22,335 0.02%
South Korea Indians in Korea 10,317 0.02%
Maldives Indians in Maldives 9,000 3.10%
Brunei Indians in Brunei 8,600 2%
Pakistan Indians in Pakistan NA NA
Bhutan 1,500 0.07%
Kazakhstan 1,200 0.08%
Afghanistan Indians in Afghanistan 1,000 0.00%
Uzbekistan 700 0.00%
Turkmenistan 700 0.01%
Vietnam Indians in Vietnam 1000 0.00%
Cambodia Indians in Cambodia 1500 0.01%
Laos 125 0.00%
Kyrgyzstan 100 0.00%

মধ্যপ্রাচ্যে মোট ভারতীয় অভিবাসীর সংখ্যা 4,200,000 যার পরিসংখ্যান নিম্নরূপ :

Saudi Arabia Indians in Saudi Arabia 1,900,000 6.10%
UAE Indians in the United Arab Emirates 1,300,000 31.70%
Kuwait Indians in Kuwait 580,000 21.60%
Oman Indians in Oman 450,000 17.50%
Bahrain Indians in Bahrain 150,000 19%
Qatar Indians in Qatar 125,000 15.70%
Israel Indians in Israel 45,000 0.70%
Lebanon Indians in Lebanon 11,000 0.27%
Yemen 9,000 0.04%
Syria 1,800 0.01%
Iran Indians in Iran 800 0.00%
Turkey Indians in Turkey 300 0.00%
Cyprus Indians in Cyprus 300 0.24%

Europe-এ মোট ভারতীয় অভিবাসীর সংখ্যা 1,768,834, যার পরিসংখ্যান নিম্নরূপ :

United Kingdom British Indian 1,414,100 1.80%
Netherlands Indians in the Netherlands 123,000 0.70%
Italy Indians in Italy 150,000 0.25%
Republic of Ireland Irish Indians 91,520 1.90%
Portugal Indians in Portugal 70,000 0.70%
France Indian diaspora in France 65,000 0.10%
Russia Indians in Russia 40,000 0.01%
Germany Indians in Germany 97,000 0.04%
Spain Indian community of Spain 29,000 0.07%
Switzerland 13,500 0.20%
Austria 11,945 0.15%
Sweden Indians in Sweden 11,000 0.10%
Belgium Indians in Belgium 7,000 0.07%
Greece 7,000 0.06%
Norway 5,630 0.10%
Denmark 5,500 0.10%
Ukraine 3,500 0.01%
Romania 1,200 0.01%
Finland Indians in Finland 1,170 0.02%
Poland Indians in Poland 2,000 0.01%
Slovakia 100 0.00%
Lithuania 100 0.00%
Bulgaria 20 0.00%

North America/Caribbean-এ মোট ভারতীয় অভিবাসীর সংখ্যা 5,100,000 যার পরিসংখ্যান নিম্নরূপ :

United States Indian American 3,183,063 1.00%
Canada Indo-Canadian (Tamil Canadians) 1,200,000 3.54%
Trinidad and Tobago 525,000 40.20%
Jamaica Indo-Jamaican 90,000 3.40%
Guadeloupe (France) Indo-Guadeloupean 55,000 13.60%
Cuba Indo-Caribbean • Asian Latin American 34,000 0.30%
Saint Vincent and the Grenadines 21,500 19.70%
Grenada Indo-Grenadians 12,000 11.70%
Martinique (France) Indo-Martiniquais 43,600 10%
Saint Lucia Indo-Saint Lucian 4,700 2.80%
Puerto Rico Caribbean 4,500 0.10%
Guatemala Asian Latin American 2,300 0.90%
Barbados Indians in Barbados 2,200 0.80%
Mexico Indian immigration to Mexico 2,000 0.00%
Saint Kitts and Nevis Indo-Caribbean 1,100 2.60%
Netherlands Antilles Indo-Caribbean 600 0.30%
Belize Indians in Belize 500 0.20%
Antigua and Barbuda Indo-Caribbean 300 0.40%
Haiti Indo-Haitian 200 0.40%

South America-এ মোট ভারতীয় অভিবাসীর সংখ্যা 5,10,000 যার পরিসংখ্যান নিম্নরূপ :

Guyana Indo-Guyanese 327,000 43.50%
Suriname Indo-Surinamese 135,000 27.40%
Panama Indians in Panama 20,000 0.30%
Brazil Indian immigration to Brazil 1,900 0.00%
Argentina Indians in Argentina 1,600 0.00%
Chile Indians in Chile 1,400 0.00%
Venezuela Indians in Venezuela 690 0.00%
Peru Indians in Peru 145 0.00%
Uruguay Indians in Uruguay 90-100 0.00%
Colombia Asian Latin American 20 0.00%

Oceania-য় মোট ভারতীয় অভিবাসীর সংখ্যা 850,000, যার পরিসংখ্যান নিম্নরূপ :

Fiji Indians in Fiji 340,000 40.10%
Australia Indian Australian 390,894 2.00%
New Zealand Indian New Zealander 105,000 2.60%

পুরো বিশ্বে মোট ভারতীয় অভিবাসীর সংখ্যা 2,40,00,000 জন।

(সু্ত্র : উইকি)



লেখাটি ফেসবুকে দেখতে চাইলে নিচের লিংকে যান প্লিজ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন