রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫

পাকিস্তান আর ভারত কি একই টাইপের ঘৃণিত রাষ্ট্র? বাংলাদেশ ভারত রিলেটেড প্রবন্ধ # ৪





অনেক বাঙালিই কথা প্রসঙ্গে বলেন যে, তাদের বাংলাদেশপ্রেম এতো 'প্রকট' যে, তারা পাকিস্তান ও ভারত দুই দেশকেই ঘৃণা করে। মুক্তিযোদ্ধার সন্তান+বাংলাদেশ প্রেমিক হলেও, কথাটা আমায় বিস্মিত করে! কারণ-

পাকিস্তান ৭১-এ আমাদের স্বাধিনতা হরণের জন্য ৩০-লাখ বাঙালি হত্যা করে, আড়াই লাখ নারী নির্যাতন করে, অনেক বাঙালিকে তার নিজ দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজাকার বানায়।

অন্যদিকে ভারত একাত্তরে সব বর্ডার খুলে দিয়ে আমাদের ১-কোটি মানুষকে তার দেশে আশ্রয় দেয়; মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ও অস্ত্র দেয়; আমাদের স্বাধিনতার পক্ষে তারা নিজেরা যুদ্ধে যোগ দিয়ে ১১,০০০ কিংবা মতান্তরে ৭,০০০ সৈনিক হারায়; যুদ্ধে কয়েকশ’ যুদ্ধবিমান ও বিলিয়ন ডলার ব্যয় করে, প্রত্যেক ভারতীয় একাত্তরে ‘বাংলাদেশ যুদ্ধফান্ডে’ বাধ্যতামূলক ট্যাক্স প্রদান করে; যুদ্ধকালে বিশ্বকাঁপানো ভূমিধ্বস সমর্থন প্রদান করে; মার্কিন ৭ম নৌবহর বাংলাদেশ আক্রমনে এলে, ভারত তার একমাত্র বড় যুদ্ধজাহাজ “ভিক্রান্ত”কে প্রতিরোধে বঙ্গোপসাগরে মোতায়েন করে; ইন্দিরা গান্ধী ৭ম নৌবহর প্রতিরোধে সাহায্য চাইলে, সোভিয়েত ইউনিয়ন পীত সাগর ও ভারখয়োনস্ক বন্দর থেকে ৪০-নৌবহরের বিশাল টর্পোডো, ডেস্ট্রয়ার, সাবমেরিন সজ্জিত পারমাণবিক বহর প্রেরণ করলে, ভয়ে মার্কিন বহর তার আক্রমন স্থগিত করে।

তো বাংলাদেশিদের কাছে কিভাবে পাকিস্তান আর ভারত একই ঘৃণিত রাষ্ট্র হয়? কেউ কথাটার "তাফসির" করবেন কি? 

(নিচের ছবিটা ভারতীয় যুদ্ধজাহাজ "ভিক্রান্ত'-র, যার ভূমিকা ছিল ৭ম নৌবহরের বিরুদ্ধে)



লেখাটি ফেসবুকে দেখতে চাইলে নিচের লিংকে যান প্লিজ

https://web.facebook.com/photo.php?fbid=1524126234488194&set=a.1381466915420794.1073741828.100006724954459&type=1&theater&notif_t=photo_comment

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন